উত্তরদিনাজপুর

দোকানের সামনে শৌচকর্ম করার প্রতিবাদ করায় আক্রান্ত দোকানের মালিক

 ফের আক্রান্ত প্রতিবাদী, এক দোকানের সামনে শৌচকর্ম করার সময় দোকানের মালিক প্রতিবাদ করলে তাকে বেধরক মারধর করে এক লড়ির খালাসি। ঘটনাটি ঘটেছে  উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার শ্রীপুর এলাকায়। আহত ওই দোকান মালিকের নাম সুবীর দাস, বাড়ি শ্রীপুর এলাকাতে। এই ঘটনায় সুবীরের পরিবারের পক্ষ থেকে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে আজ সকালে সুবীর তার দোকান খুলতে গিয়ে দেখেন তার দোকানের সামনে এক লড়ির খালাসি শৌচকর্ম করছিল। সেই সময় তাকে বারন করলে সে চলে যায়। কিছুক্ষন পর ওই লড়ির খালাসি ফের সুবীরের দোকানের সামনে শৌচকর্ম করতে আসলে আবার তাকে বারন করলে সে ফিরে গিয়ে গাড়ির থেকে একটি লোহার রড নিয়ে এসে সুবীরকে মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় সুবীর মাটিতে লুটিয়ে পরে যায়। ঘটনাস্থল থেকে লড়ির খালাসি পালিয়ে যায়। লড়ির খালাসিকে খুজে না পেয়ে স্থানীয় মানুষেরা ওই লড়ির চালককে বেধে রাখে। ঘটনাস্থলে পুলিশ এসে ওই লড়ি চালককে উদ্ধার করে। এলাকার লোকেরা সুবীর বাবুকে উদ্ধার করে প্রথমে ইটাহার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে রায়গঞ্জ জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সুবীর রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ।